اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

প্রবাসীদের ফিতরার পরিমান ও দেশে আদায়ের বিধান কি?


প্রশ্নঃ
      মুফতী সাহেব! আমার একটি প্রশ্ন, আমি আমেরিকা থাকি৷ আমার ফিতরার টাকা আমার বাবা দেশে আদায় করেন ৷ তাই জানার বিষয় হল, আমরা যে বিদেশে থাকি আমাদের ফিতরা কি বিদেশেই দিতে হবে? নাকি দেশেও দেয়া যাবে? যদি দেশে দেয়া যায় তাহলে বিদেশের মু্ল্য হিসেব করে দিতে হবে নাকি দেশের মু্ল্য হিসেবে দিলেই চলবে? অনুগ্রহকরে জানাবেন ৷

উত্তরঃ
        প্রবাসীদের ফিতরা নিজ দেশেও আদায় করা যাবে৷ বিদেশেই আদায় করা জরুরী নয়৷ এ ক্ষেত্রে পৌনে দুই কেজি গম বা আটা দিয়ে আদায় করা উত্তম৷ অবশ্য তার মু্ল্য দ্বারা আদায় করলেও জায়েয হবে৷ তবে এ ক্ষেত্রে সেই দেশের মু্ল্য হিসাব করে দিতে হবে যেই দেশে প্রবাসী বসবাস করেন৷ অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বাবা আপনার ফিতরা গম বা আটার মু্ল্য দ্বারা আদায় করতে চাইলে আপনি আমেরিকার যেই শহরে বসবাস করেন সেই শহরের পৌনে দুই কেজি গম বা আটার মু্ল্য অনুযায়ী আদায় করতে হবে ৷

    -রদ্দুল মুহতার,  ৩/৩২১; ফতওয়ায়ে রহীমীয়া ৭/১৯৫; মাসায়েলে রোযা,পৃ: ২১৭৷

উত্তর প্রদানে
মুফতী মেরাজ তাহসীন
মুফতীঃ জামিয়া দারুল উলুম দেবগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া ৷
Learn more »

তওবা কবুলের জন্য প্রয়োজনীয় ৬টি উপায়


তওবা করা ছয়টি ধাপ রয়েছে, যারা ঐ ধাপগুলোকে সঠিকভাবে পার হতে পারে তারাই কেবল প্রকৃত তওবাকারী হিসাবে বিবেচিত হবে।
১। পূর্বের গোনাহের জন্য অনুতাপ: মানুষ যখন তার পূর্বের গোনাহের জন্য অনুতপ্ত হবে এবং তাকে ভিতর থেকে যন্ত্রণা দিবে যে, কেন আমি এই অন্যায় করেছি সেটাই হচ্ছে তওবার প্রথম ধাপ।
২। আগামীতে আর কোন গোনাহ করবে না সেই সঙ্কল্প করা: মানুষকে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, আর কখনোই গোনাহ করব না। এবং আগামীতে কিভাবে ভালভাবে চলা যায় সেই পরিকল্পনা হাতে নেয়া।
৩। অন্যদের প্রতি যে অন্যায় হয়ে গেছে তার ক্ষতিপূরণ দেয়া: যদি অন্যের গীবত করা হয়ে থাকে, কাউকে ফাকি দিয়ে থাকে, কারও উপর জুলুম করে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে গেয় ক্ষমা চেয়ে নিতে হবে।
৪। আল্লাহর নির্দেশের প্রতি যে অবাধ্যতা করেছে তার ক্ষতিপূরণ দেয়া: নামাজ, রোজা, যাকাত, ইত্যাদি পরিত্যাগ করলে তার কাজা পালন করা।
৫। অন্যায় এবং হারামের মাধ্যমে শরীরে যে চর্বি জমেছে তা পানি করতে হবে: মানুষ যখন অন্যের জিনিস ফাকি দেয় এবং হারাম খাদ্য খায়, তখন তার শরীরে হারাম রক্ত, মাংস এবং চর্বি জন্মায়। ভাল কাজ করার মাধ্যমে সেগুলোকে পানি করে ফেলতে হবে।
৬। গোনাহ করার মাধ্যমে যে আনন্দ পেয়েছে বেশী বেশী ইবাদত করার মাধ্যমে সেই অবৈধ আনন্দকে শান্তি দিতে হবে। শাবিস্তান
Learn more »

নফসের প্ররোচনা থেকে বাঁচার পদ্ধতি কী?


بسم الله الرحمن الرحيم

নফস বড়ই খতরনাক। নফস নিজেই গোনাহের প্রতি উদ্ধুদ্ধ হয়। আর শয়তান সেই গোনাহের কাজের প্রতি যুক্তি তুলে ধরে তাতে মগ্ন করায়।

তাহলে সবচে’ বড় ভয়ানক হল এ নফস।

কুরআনে ইরশাদ হয়েছেঃ

وَمَا أُبَرِّئُ نَفْسِي ۚ إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي ۚ إِنَّ رَبِّي غَفُورٌ رَّحِيمٌ [١٢:٥٣

আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয়-আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল,দয়ালু। [সূরা ইউসুফ-৫৩]

আল্লাহ তাআলা যার প্রতি রহম করেন, কেবলি সেই ব্যক্তি নফসের প্ররোচনা থেকে মুক্ত থাকতে পারে।

কয়েকটি পদ্ধতি বলছি। পারলে সব ক’টি মানতে চেষ্টা করুন!

১. বেশি বেশি ইস্তিগফার করতে হবে। ও গোনাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَىٰ مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ [٣:١٣٥]

أُولَٰئِكَ جَزَاؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا ۚ وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ [٣:١٣٦]

তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।

তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতইনা চমৎকার প্রতিদান। [সূরা আলে ইমরান-১৩৫-১৩৬]

২. কোন আল্লাহ ওয়ালার সোহবতে সুযোগ হলেই সময় দেয়া উচিত।

ভাল মানুষের সাহচর্য গোনাহ থেকে মুক্ত হতে সহায়ক হয়ে থাকে।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ [٩:١١٩

হে ঈমানদারগণ,আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক। [সূরা তওবা-১১৯]

৩. সর্বদা আল্লাহ আমাকে দেখছেন এ মানসিকতা দিলে বদ্ধমূল করতে হবে।

৪. যে কোন মুহুর্তে আমার মৃত্যু হতে পারে, এ বিশ্বাস দিলে অটুট রাখতে হবে। গোনাহের হালাতে মারা গেলে কী হবে? এ ভয় সর্বদা জাগরুক রাখতে হবে।

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ [٧٩:٤٠] فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ [٧٩:٤١

পক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,তার ঠিকানা হবে জান্নাত। [সূরা নাযিয়াত-৪০-৪১]

৫. নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবাগণের ঈমানদীপ্ত ঘটনা, এবং বুযুর্গানে দ্বীনের কিতাবাদী বেশি বেশি পড়তে হবে।

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ [٨:٢]

যারা ঈমানদার,তারা এমন যে,যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ার দেগারের প্রতি ভরসা পোষণ করে। [সূরা আনফাল-২]

আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গোনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। তার প্রিয় বান্দা-বান্দী হিসেবে কবুল করুন। আমীন।

والله اعلم بالصواب
Learn more »

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের ফল প্রকাশ; মেধা তালিকায় শীর্ষে যাঁরা আছেন


হামিম আরিফ: মঙ্গলবার দাওরায়ে হাদিস (মাস্টার্স) এর ফলাফল ঘোষণা করা হয়েছে। পুরুষদের মধ্যে পাশের হার ৮৩.৯২, মহিলাদের পাশের হার ৭৮.৯৩।
মেধা তালিকা (পুরুষ)
ফলাফলে মেধা তালিকায় যৌথভাবে ১ম স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মুহাম্মদ ইয়াসীন ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর ঢাকার মো: ইলয়াস হুসাইন। দুজনের প্রাপ্ত নাম্বার ৯৩২।
২য় স্থান অধিকার করেছেন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর নারায়ণগঞ্জের সাঈদ আহমদ ও মাদরাসা বাইতুল উলুম ঢালকানগরের মুহাম্মদ আদনান। প্রাপ্ত নম্বর ৯২৭।
৩য় স্থান অধিকার করেছেন, জামিয়া ইসলামিয়া বায়তুন নূর ওয়াসারোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী ঢাকা’র মুহাম্মদ যাওয়াদ আহমদ। প্রাপ্ত নম্বর ৯২২।
৪র্থ স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ঢাকা’র মুহাম্মদ ইনআমুল হাসান ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদী হাউজিং মোহাম্মদপুর ঢাকা’র হানিফ আহমদ। প্রাপ্ত নম্বর ৯১৮।
৫ম স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ঢাকা’র মুহাম্মদ ইমদাদুল্লাহ। প্রাপ্ত নম্বর ৯১৫।
৬ষ্ট স্থান অধিকার করেছেন, শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র আমীনুল ইসলাম আরাফাত। প্রাপ্ত নম্বর ৯১৪।
৭ম স্থান অধিকার করেছেন, জামিউল উলুম মাদরাসা মিরপুর ১৪ ঢাকা’র কামরুল ইসলাম। প্রাপ্ত নম্বর ৯১৩।
৮ম স্থান অধিকার করেছেন, মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর ঢাকা’র আহমাদুল্লাহ। প্রাপ্ত নম্বর ৯১২।
৯ম স্থান অধিকার করেছেন, শর্শদি ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ফেনী’র রফিক আহমদ। প্রাপ্ত নম্বর ৯১০।
১০ ম স্থান অধিকার করেছেন, জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা’র হাবিবুর রহমান খান। প্রাপ্ত নম্বর ৯০৮।
মেধা তালিকা (মহিলা)
১ম স্থান অধিকার করেছেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ঢাকা’র মাহিরা। প্রাপ্ত নম্বর ৯২৬।
২য় স্থান অধিকার করেছেন, জামিয়া সাহবানিয়া দারুল উলুম ঢাকার জান্নাতুন নাঈম সাদিয়া। প্রাপ্ত নম্বর ৮৯৬।
৩য় স্থান অধিকার করেছেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ঢাকা’র সানজিদা হুসাইন তামিমা ও দারুল উলুম মহিলা মাদরাসা যাত্রাবাড়ী ঢাকার ফাতেমা সাদিয়া। প্রাপ্ত নম্বর ৮৭৮।
৪র্থ স্থান অধিকার করেছেন, জামিয়া ইবরাহিমিয়া আমিনিয়া নারায়ণগঞ্জের মারিয়া আখতার। প্রাপ্ত নম্বর ৮৫৯।
৫ম স্থান অধিকা করেছেন, জামিয়া রাহেলা পারভিন তাহজিবুল বানাত নেত্রকোণা’র আফিফাতুন নিসা। প্রাপ্ত নম্বর ৮৫৭।
৬ষ্ট স্থান অধিকার করেছেন, রামপুরা জাতীয় মহিলা মাদরাসা ঢাকা’র ফাতেমা যয়নব আহমদ, উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসা ভাটারা ঢাকার আফিফা আনজুম ও আশরাফুল উলুম উম্মে হাবিবা রা. মহিলা মাদরাসা খুলনা’র রায়হানা। প্রাপ্ত নম্বর ৮৫৫।
৭ম স্থান অধিকার করেছেন, মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসা মোমেনশাহীর উমামাতুল আহসানা। প্রাপ্ত নম্বর ৮৫০।
৮ম স্থান অধিকার করেছেন, দারুল উলুম মহিলা মাদরাসা যাত্রাবাড়ী ঢাকা’র সুমাইয়া। প্রাপ্ত নম্বর ৮৪৯।
৯ম স্থান অধিকার করেছেন, জামিয়া ইবরাহিমিয়া আমিনিয়া নারায়ণগঞ্জের মুবাশশিরা নাঈমা। প্রাপ্ত নম্বর ৮৪৭।
১০ম স্থান অধিকার করেছেন, জামিয়া উসমানিয়া সাতাইশ মহিলা মাদরাসা টঙ্গী গাজীপুরের ওয়ারদা জাহিন শুয়াইবা। প্রাপ্ত নম্বর ৮৪৬।
দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৫
ছবি: মালিবাগ জামিয়া শরইয়্যার দাওরায়ে হাদিসের ছাত্রবৃন্দ। সফিউল্লাহ ফুয়াদ
Learn more »